কন্স্যুমার ফাইন্যান্সিং -
১। ক্রেডিট কার্ড ছাড়াই ফাইন্যান্সিংসুবিধা ২। ৩-১৮ মাসে কিস্তিতে পরিশোধ ৩। আছে ডাউনপেমেন্টের সুবিধা ৪। নেই কোন প্রসেসিং ফি। ৬ মাস বা তার কম সময়ে পরিশোধ হলে নেই কোন বাড়তি খরচ |
ফাইন্যান্সিং সুবিধা গ্রহণে যোগ্য হতে হলে -
১। চাকুরীজীবি হতে হবে ২। গ্রাহকের ব্যাংক একাউন্ট আছে এবং তিনি তার আয় ব্যাংক একউন্টে পান | ৩। গ্রাহকের নূন্যতম আয় : ২০০০০ টাকা অথবা অধিক ৪। বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুযায়ী গ্রাহকের কোনো খেলাপি ঋণ নেই |
তিনটি সহজ ধাপে আইপিডিসি কন্স্যুমার ফাইন্যান্সিং |
Step 1: আপনার প্রোডাক্ট পছন্দ করুন প্রোডাক্ট পছন্দ করতে ট্রান্সকমের শোরুমে চলে আসুন অথবা ট্রান্সকমের ওয়েবসাইট থেকে পছন্দ করুন
|
Step 2: অনলাইনে ফাইন্যান্সিংয়ের জন্য ফর্ম পূরণ করে আবেদন করুন ছবি তুলে বা স্ক্যান করে আপলোড করে দিন- ক) জাতীয় পরিচয়পত্র খ) ভিসিটিং কার্ড/অফিস আইডি কার্ড, গ) পে-স্লিপ/স্যালারি সার্টিফিকেট ঘ) ৯ মাসের ব্যাংক স্টেটমেন্ট (ক্ষেত্রবিশেষে) ঙ) ২ কপি ছবি ফাইন্যান্সিং এর অনুমোদনের জন্য অপেক্ষা করুন |
Step 3: অনুমোদনের পরে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে প্রোডাক্ট বুঝে নিন স্টোরে জমা দিন- ক) সাইনসহ সিকিউরিটি চেক খ) আবেদন ফর্মে এবং ছবির পেছনে সাইন করুন ঘ) ডিরেক্ট ডেবিট ইন্সট্রাকশন (ডিডিআই) / বিকাশ আন্ডারটেকিং ফর্মে সাইন করুন | |
বাড়তি প্রিমিয়াম -
কিস্তি পরিশোধের সময়কাল ৬ মাসের বেশী হলে ইলেকট্রনিক্স পণ্যের উপর নিন্মোক্ত বাড়তি প্রিমিয়াম পরিশোধ করতে হবে।
ইলেকট্রনিক্স পণ্যের জন্য নিন্মোক্ত :
কিস্তি |
৩/৬** মাস |
৯ মাস |
১২ মাস |
১৮ মাস |
বাড়তি প্রিমিয়াম* |
০% |
১.৫৫% |
৩.০৫% |
৬.০৫% |
**সিলেক্টিভ ইলেকট্রনিক্স পণ্যের উপর প্রযোজ্য
*প্রিমিয়ামের শতকরা হিসাব লোনের পরিমাণের উপর চার্জ করা হবে
কিস্তির হিসাব -
লতিফ সাহেব ট্রান্সকম থেকে ৬০,০০০ টাকা দামের ফ্রিজ কিনেছেন আইপিডিসি কন্স্যুমার ফাইন্যান্সিং নিয়ে। ৬০,০০০ টাকার ১০% = ৬,০০০ টাকা তিনি ট্রান্সকমের স্টোরে ডাউন-পেমেন্ট করবেন। বাকী ৫৪,০০০ টাকা তিনি তার পছন্দ মত ৬ মাসের কিস্তিতে পরিশোধ করবেন। কিস্তি ৬ মাস হওয়ায় তাকে কোন প্রিমিয়াম দেয়া লাগবে না। তাই তিনি প্রতি মাসে ৫৪,০০০ ÷ ৬ = ৯,০০০ টাকা কিস্তির মাধ্যমে সর্বমোট ৫৪,০০০ টাকা পরিশোধ করবেন। |
কিছু প্রশ্নের উত্তর
প্রশ্নঃ আইপিডিসি কন্স্যুমার ফাইন্যান্সিং এর জন্য কি কার্ড থাকা জরুরী?
উত্তরঃ না, আইপিডিসি কন্স্যুমার ফাইন্যান্সিং এর জন্য কার্ডের কোন প্রয়োজন নেই।
প্রশ্নঃ ফাইন্যান্সিং এর পুরো প্রক্রিয়াটা কি?
উত্তরঃ অনলাইনে ফাইন্যান্সিং এর জন্য ফর্ম পূরণ করে আবেদন করুন।
আবেদন পোর্টালে নিজের এবং একজন রেফারেন্সের তথ্য দিয়ে ফর্মটি পুরণ করুন। আপনি যেই প্রোডাক্ট কিনেছেন তার নাম, দাম, এবং কত মাসে কিস্তি পরিশোধ করবেন তা সিলেক্ট করে দিন। আপনার জাতীয় পরিচয়পত্র, ভিসিটিং কার্ড/অফিস আইডি কার্ড, পে স্লিপ/স্যালারি সার্টিফিকেট/৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, এবং ছবি পোর্টালে আপলোড করে দিন। এজন্য আপনি স্ক্যান করতে পারেন অথবা ক্যামেরা দিয়ে ছবি তুলেও আপলোড করতে পারেন। সেভ করলেই আপনার আবেদন হয়ে যাবে। এবার ফাইন্যান্সিং অনুমোদনের জন্য অপেক্ষা করুন।
ফাইন্যান্সিং অনুমোদনের হয়ে গেলে এসএমএস পেয়ে যাবেন। এরপর প্রোডাক্ট ডেলিভারির জন্য অপেক্ষা করুন। প্রোডাক্ট ডেলিভারির আগে অবশ্যই নিম্নলিখিত কাগজাদি/অর্থ জমা দিনঃ
ক) প্রোডাক্টের দামের ১০% টাকা ডাউন-পেমেন্ট করতে হবে।
খ) সাইনসহ সিকিউরিটি চেক (লোনের পরিমাণ)
গ) সাইনসহ প্রথম কিস্তির চেক (১ম কিস্তির সমপরিমাণ এমাউন্ট)
আবেদন ফর্ম এবং ডিডিআই ফর্মে সাইন করুন। ডেলিভারি পারসন সব কাগজপত্রাদি বুঝে পেলে আপনাকে প্রোডাক্ট বুঝিয়ে দিবে।
প্রশ্নঃ আমার মাসিক কিস্তি কিভাবে পরিশোধ হবে?
উত্তরঃ মাসের ৯ থেকে ২৩ তারিখের মধ্যে প্রোডাক্ট ক্রয় করলে প্রথম কিস্তির তারিখ হবে মাসের ২৫ তারিখ। মাসের ২৪ থেকে ৮ তারিখের মধ্যে প্রোডাক্ট ক্রয় করলে প্রথম কিস্তির তারিখ হবে মাসের ১০ তারিখ। মাসিক ১ম কিস্তি পরিশোধ হবে আপনার থেকে প্রাপ্ত ১ম কিস্তির চেক দিয়ে। ২য় মাস থেকে কিস্তি পরিশোধ নেয়া হবে ডিরেক্ট ইন্সট্রাকশনের (ডিডিআই) মাধ্যমে। মাসের কিস্তি পরিশোধের তারিখে আপনার ব্যাংক একাউন্ট থেকে আইপিডিসির ব্যাংক একাউন্টে টাকা পরিশোধ হয়ে যাবে।
প্রশ্নঃ কোন গোপন খরচ (Hidden Charge) যেমন প্রসেসিং ফি বা সিআইবি চার্জ কি আছে?
উত্তরঃ না, কোন গোপন খরচ (Hidden Charge) নেই।
প্রশ্নঃ প্রিমিয়াম কি?
উত্তরঃ ৬ মাসের বেশী সময়কালের কিস্তি সুবিধার জন্য বাড়তি সময়কালীন ঝুকির জন্য প্রিমিয়াম চার্জ করা হবে। এর বাহিরে কেউ কোন চার্জ দাবি করলে অবিলম্বে আইপিডিসি কন্ট্যাক্ট সেন্টারে ১৬৫১৯ নম্বরে কল করে জানিয়ে দিন।
প্রশ্নঃ সময়ের আগেই সব টাকা পরিশোধ করে দিলে কি কোন ফি (Prepayment Fee) দিতে হবে?
উত্তরঃ না, সময়ের আগেই সব টাকা পরিশোধ করে দিলে কোন ফি দিতে হবে না।
প্রশ্নঃ সময়ের আগেই সব টাকা পরিশোধ করে দিলে কি প্রিমিয়াম চার্জ করা হবে?
উত্তরঃ জ্বি, সময়ের আগেই সব টাকা পরিশোধ করে দিলেও প্রিমিয়াম চার্জ করা হবে।
প্রশ্নঃ কোন মাসিক কিস্তি মিস হলে কি জরিমানা (penalty) চার্জ করা হবে?
উত্তরঃ জ্বি, মাসিক কিস্তি মিস হলে অপরিশোধিত অর্থের উপর ৪% করে বার্ষিক ভিত্তিতে জরিমানা চার্জ করা হবে। জরিমানা পরিশোধের পরই ফাইল ক্লোজ করা হবে।